দিপঙ্কর বিশ্বাস: দেবহাটা উপজেলার ঈদগাহ বাজারে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ঈদগাহ বাজার শহীদ মিনার চত্ত্বরে দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে পথসভায় সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের উপ- নির্বাচনের নৌকা প্রতিকের প্রার্থী মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ,দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ, উপজেলা কৃষক লীগের আহবায়ক নির্মল কুমার মন্ডল, যুগ্ম-আহবায়ক আব্দুর রব লিটু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি দুলাল চন্দ্র ঘোষ, দপ্তর সম্পাদক শেখ শরিফুল ইসলাম পলাশ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম মঈনউদ্দীন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ, ইউপি সদস্য জগন্নাথ মন্ডল, মোনাজাত আলীসহ সখিপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি/সম্পাদক ও আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
The post দেবহাটার ঈদগাহ বাজারে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে পথসভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ga5HYV
No comments:
Post a Comment