Sunday, December 6, 2020

কৈখালীর কৃষ্ণপদ মুন্ডার পাশে মানবতার সিঁড়ি https://ift.tt/eA8V8J

রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের খগেন্দ্র নাথ মুন্ডার পুত্র কৃষ্ণপদ মন্ডলের সু-চিকিৎসা জন্য আর্থিক সহযোগিতা করেছেন স্বেচ্ছাসেবি সংগঠন মানববতার সিঁড়ি।

 

জানা যায়, কৃষ্ণপদ বহুদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত। তার পরিবারে ৮ জন্য সদস্য। খুবি অভাবের ভিতরে পরিবাররটি দিন যাপন করছিল। কৃষ্ণপদের চিকিৎসা প্রদানের মতো কোন অর্থ ছিল না। বিষয়টি মানববতার সিঁড়ি সংগঠনের নজরে আসলে শনিবার বিকাল পাঁচটায় মানববতার সিঁড়ি সংঠনের সদস্যরা কৃষ্ণপদের বাড়িতে উপস্থিত হয়ে তার সু-চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন। উক্ত সংগঠনটি কৈখালী ইউনিয়নে দেশী ও প্রবাসীদের সমন্বয়ে গঠিত। এ সময় মানববতার সিঁড়ি সংগঠনের সসদ্যরা বলেন, আমরা মানুষের সাহায্যের জন্য স্বেচ্ছাসেবী হিসাবে সংগঠনটি তৈরী করেছি। দেশের যে প্রান্তের মানুষ আর্থিক অভাবে চিকিৎসা করাতে না পারবে আমাদের স্মরণাপন্ন হলে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করব আর্থিক সহগোগিতা করার। সংগঠনটি তাদের প্রতিষ্ঠানটিকে সামনে অগ্রসর করনের জন্য সাংবাদিক ও সুধি মহলের সাহায্যেও কামনা করেন।

The post কৈখালীর কৃষ্ণপদ মুন্ডার পাশে মানবতার সিঁড়ি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2VM1Yas

No comments:

Post a Comment