Tuesday, December 22, 2020

কোমরপুরে উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানকে গণসংবর্ধণা https://ift.tt/eA8V8J

দেবহাটা ব্যুরো: দেবহাটার কোমরপুরে নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমানকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৩টায় দেবহাটা উপজেলার কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনাকালে ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক, সাংষ্কৃতিক বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সাবেক ইউপি সদস্য আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দীন কাদেরীর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শরৎ চন্দ্র ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লোকমান কবির, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এএইচ সোহাগ, পারুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলিম, ফরহাদ হোসেন হিরা, সদস্যা নুর বানু কাদেরী, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান, সাবেক সদস্য আব্দুল হান্নান, কোমরপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক লতিফুর রহমান কালু, সমাজসেবক লুৎফর রহমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

The post কোমরপুরে উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমানকে গণসংবর্ধণা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/34C9Mk3

No comments:

Post a Comment