Saturday, December 26, 2020

ঝাউডাঙ্গা বাজারে বন্দোবস্তকৃত সম্পত্তি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে চান্দিনা ভিটির বন্দোবস্তকৃত সম্পত্তি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। সাতক্ষীরা জেলা প্রশাসকের ২০১৯ সালের ২০ জুন তারিখের ৩১.৪৪.৮৭০০.০০৬.৩৫.০৩০.১৮-৯৬৮ স্মারকে সাতক্ষীরা রেভিনিউ ডেপুটি কালেক্টর আমিনুল ইসলাম স্বাক্ষরিত পত্র মোতাবেক দেখা যায়, জে.প্র. ৪৪৬/১৬-১৭ থেকে ৪৫৫/১৬-১৭ পর্যন্ত ১০টি কেস নথির আলোকে বন্দোবস্ত প্রদানকৃত জমিতে সংশ্লিষ্ট বন্দোবস্ত গ্রহিতাগণকে স্টল বসানোর জন্য সুপারিশসহ উল্লেখিত বন্দোবস্তকৃত সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে ৩২২/১২ একটি মামলা চলমান আছে।

 

কিন্তু উক্ত মামলায় কোন নিষেধাজ্ঞা নেই এবং আবেদনকারীগণের (বন্দোবস্ত গ্রহীতাগণ) হাল সন পর্যন্ত সরকারি পাওনাদি পরিশোধ করা রয়েছে। সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলাধীন ওয়ারিয়া মৌজার ১নং খাস খতিয়ানের ১০০৯ নং দাগের ০.০৫ একর সম্পত্তি ১০ জন ব্যক্তি হাট বাজার নীতিমালায় বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন যাবত টল দোকান ঘর বসিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালিত করে আসছিল। প্রাকৃতিক দুর্যোগে দোকানগুলি নষ্ট হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখিন হয় এবং ২০১৭ সালে পুনরায় টল দোকান নির্মাণের লক্ষে জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল সরকারের প্রদত্ত ডিসিআরকৃত সম্পত্তিতে টল দোকান নির্মাণে বাঁধা প্রদান এবং বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন বলে জানান ডিসিআর গ্রহিতাগণ।

প্রকৃত পক্ষে, উক্ত ডিসিআরকৃত সম্পত্তি মন্দির থেকে খানিকটা দূরে অবস্থিত থাকায় এবং উক্ত সম্পত্তির পার্শ্ববর্তী আরও ২টি চান্দিনা হাট-বাজার থাকায় সেখানে স্টল নির্মাণ করা হলে ব্যবসায়ীরা উপকৃত হবেন। স্টল নির্মাণ করা হলে মন্দিরে পূজা আর্চণা বা দর্শণার্থীদের কোন প্রকার সমস্যার সম্মুখিন হবে না বলে জানা যায়।

The post ঝাউডাঙ্গা বাজারে বন্দোবস্তকৃত সম্পত্তি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3rxxgk0

No comments:

Post a Comment