ডুমুরিয়া উপজেলা সদরে চিংড়ি মাছে জেলি (অপদ্রব্য) পুশ করার অভিযোগে এক ডিপো মালিককে জেল-জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ ও সহকারি কমিশনা(ভূমি) ডাঃ সঞ্জিব দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রপ্তানিযোগ্য চিংড়ি মাছে অবৈধভাবে জেলি পুশের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে জেলি পুশ করার সময় মোল্লা ফিশের স্বত্বাধিকারী মজিদ মোল্লা(৪৭)কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অতঃপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাছ এবং মাছজাত দ্রব্য (পরিদর্শন এবং মান নিয়ন্ত্রণ) অধ্যাদেশ’১৯৮৩ এর ১০ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’২০০৯ এর ৫২ ধারায় ৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। পাশাপাশি ৮০ কেজি অপদ্রব্য মিশ্রিত চিংড়ি জব্দপূর্বক বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রায়হানুল হাসান এবং ডুমুরিয়া থানা পুলিশ আদালত পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
লতিফ মোড়ল, ডুমুরিয়া:
The post ডুমুরিয়ায় চিংড়িতে জেলি পুশের অভিযোগে ডিপো মালিকের জেল-জরিমানা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2VuS8K1
No comments:
Post a Comment