নিজিস্ব প্রতিনিধি: ‘মাদক ছাড়ুন মাঠে চলুন’ এই স্লোগানে সাতক্ষীরা সদরের কুখরালীতে আইডিয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির আয়োজনে উৎসবমুখর পরিবেশে ৪ দলীয় নক-আউট আনন্দ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে কুখরালী আনন্দ মাঠে এ চারদলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় চারটি দল অংশগ্রহণ করেন। কুখরালী সবুজ বাংলা যুব সংঘ, কুখরালী দক্ষিণপাড়া আদর্শ যুব সংঘ, আমতলা যুব সংঘ এবং টাবরাডাঙ্গী যুব সংঘ। ফাইনাল ম্যাচে কুখরালী দক্ষিণপাড়া আদর্শ যুব সংঘ ৩৪ রানে টাবরাডাঙ্গী যুব সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন।
আইডিয়া সমবায় সমিতির ম্যানজিং ডাইরেক্টর রবিউল ইসলামের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক আসাদুজ্জামান খোকন, আলামিন হোসেন, মনিরুল ইসলাম, আবুল হাসান, মাসুদ রানা রাজু, কামরুজ্জামান, ইয়াকুব আলী, আব্দুর রাজ্জাক সবুজ, সাইদুল ইসলাম, রাজু, তরিকুল, ফয়সাল প্রমুখ।
The post সাতক্ষীরার কুখরালীতে আনন্দ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2JOBUsN
No comments:
Post a Comment