পত্রদূত ডেস্ক: সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্যে দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সাজানো হয় ক্রিসমাস ট্রি, কাটা হয় কেক। বিলানো হয় নানা উপহার। সেই সাথে শুভকামনায় মেতে ওঠেন সবাই।
এ উপলক্ষে শুক্রবার সকাল থেকেই তালার ট্যাবেনাকেল অফ গ্রেস্ চার্চ বাংলাদেশ গীর্জাসহ জেলার বিভিন্ন গীর্জা ও বাড়ি-ঘর সাজানো হয় নান্দনিকভাবে। একই সাথে আলোক সজ্জায় সজ্জিত করা হয়। আয়োজন করা হয় বড়দিনের গান, তৈরি করা হয় কেক, বিশেষ খাবার ও কীর্ত্তন অনুষ্ঠানের। সকালে গীর্জায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। এসময় ট্যাবেনাকেল অফ গ্রেস্ চার্চ বাংলাদেশ গীর্জায় পাষ্টার দানিয়েল বৈদ্য, নিপা বৈদ্য, তমালিকা সরকার, সাইমন বাড়ৈ জেসম, রামপ্রসাদ ও শিশুরা উপস্থিত ছিলেন। এসময় দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় প্রার্থনা করা হয়।
The post সাতক্ষীরায় নানা আয়োজনে বড়দিন পালন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3mOBj8b
No comments:
Post a Comment