Tuesday, December 1, 2020

কলারোয়ায় মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় সাধারণ মানুষের মাঝে মাস্ক ও হতদারিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা। ‘আমার মাস্ক, আমার সুরক্ষা’-এই প্রতিপাদ্যে সাতক্ষীরা জেলা ও কলারোয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দুস্থ ও অসহায় হতদরিদ্রের মাঝে মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের হল রুমে ‘কোভিড-১৯’ এর সুরক্ষা সামগ্রী হিসাবে অসহায় ও অসচেতন মানুষের মধ্যে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। সেসময়ে মাস্কেও পাশাপাশি সরকার প্রদত্ত প্রতি ইউনিয়নে দেয়া শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেন ইউএনও কান্তা।
ইউএনও মৌসুমী জেরীন কান্তা বলেন, ‘সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের নির্দেশে জেলার ৭টি উপজেলায় ৮ লক্ষ মাস্ক বিতরণ করার কর্মসূচী হিসাবে আজ (মঙ্গলবার) কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নে এর উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে পৌরসদরসহ ১২টি ইউনিয়নে এভাবে মাস্ক বিতরণ করা হবে। এছাড়াও বিভিন্ন ছিন্নমূল মানুষ, ভ্যান চালক, দোকানদার, পথচারীসহ যাদেরকে মাস্ক ছাড়া চলতে দেখা যাবে তাদেরকে আমরা মাস্ক পরিয়ে দেবো। যাতে আমরা কেউ আর নতুন করে করোনা আক্রান্ত না হই।’
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ইতোমধ্যে উপজেলার ১২টি ইউনিয়নে ৪শত পিচ করে ও পৌরসভায় ৪৬০টি শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করার কাজ শুরু হয়েছে।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম। এসময় সংশ্লি¬ষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

The post কলারোয়ায় মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3lmrTA0

No comments:

Post a Comment