Friday, December 25, 2020

লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট আজ: দেবহাটা প্রেসক্লাবে মতবিনিময় https://ift.tt/eA8V8J

দেবহাটা সংবাদদাতা: দেবহাটায় এবারও মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে আট দলীয় লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ও মাদক বিরোধী র‌্যালি। আজ শনিবার জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানের জন্য ইতোমধ্যেই তোড়জোড় সম্পন্ন করেছেন আয়োজকরা। বর্তমানে প্রতিবছর বিজয় দিবসকে ঘিরে দেবহাটার সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেনের পরিবারের আয়োজনে এবং সার্বিক ব্যবস্থাপনায় সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ মাঠে লক্ষ টাকার এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তবে এবছর পূর্বের তুলনায় আরও জাকমজকপূর্ণভাবে টুর্নামেন্ট সম্পন্ন করতে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দীন পিপিএম (বার)।

শুক্রবার বেলা ১১টায় দেবহাটা প্রেসক্লাবের হলরুমে মতবিনিময়কালে এসব তথ্য জানান টুর্নামেন্টের আয়োজক সরদার আমজাদ হোসেনের পরিবারের সদস্য ও ওয়ান ব্যাংকের এভিজি এন্ড এসআর ম্যানেজার এসএম মাজহারুল আনোয়ার। পাশাপাশি টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য তিনি প্রেসক্লাবের সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহ-সভাপতি আবু হুরায়রা, রাজু আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, কোষাধাক্ষ কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্য্য নির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য কেএম রেজাউল করিম, দিপঙ্কর বিশ্বাস, বায়েজিদ বোস্তামি উজ্জল, সহযোগী সদস্য রুহুল আমিন, এস.কে অভি, ফরহাদ হোসেন সবুজ, আব্দুস সালাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে একদিকে অংশগ্রহণ করবেন ইশ্বরীপুর শ্যামনগর একাদশ এবং অপরদিকে প্রতিদ্বন্দ্বীতা করবেন ফ্রেন্ডস ক্লাব গোপালগঞ্জ। উক্ত খেলাটি দেখতে স্বাস্থ্যবিধি মেনে সকলকে মাস্ক পরে আসার অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটি।

The post লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট আজ: দেবহাটা প্রেসক্লাবে মতবিনিময় appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3hgGaxC

No comments:

Post a Comment