শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির শ্রীউলা ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক মেম্বার শহিদুল ইসলাম ভুট্টো আর নেই (ইন্নালিল্লাহি…রাজেউন)। শ্রীউলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, শ্রীউলা ইউপি’র সাবেক মেম্বর শহিদুল ইসলাম ভুট্টো (৩৫) বৃহস্পতিবার দিবাগত রাত্র ১১টার দিকে হঠাৎ হার্ট এ্যাটাকে আক্রান্ত হন। ওই রাত ১টার দিকে মাইক্রো যোগে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, ২ ভাই, ২ বোন ও ১ কন্যা রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা শ্রীউলা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মরহুমের নামাজে জানাযা পূর্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাবেক এমপি পুত্র নূরুল আবছার, মাও. রবিউল বাশার, বিএনপি নেতা খায়রুল আহসান, এড. নূরুল আমিন, হাফেজ জোবায়ের হোসেন, সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ সরদার ও বিএনপি নেতা হাফিজুল ইসলাম প্রমুখ। মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, বিএনপি কেন্দ্রীয় নেতা ডা. শহিদুল আলম, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি হেদায়েতুল ইসলাম, সহ-সভাপতি এড. গোলাম গনি দুদু, আবু হেনা মোস্তফা কামাল, সম্পাদক রুহুল কুদ্দুছ, যুগ্ম-সম্পাদক মশিউল হুদা তুহিন, সাংগঠনিক সম্পাদক খায়রুল আহসানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
The post আশাশুনিতে বিএনপি নেতা সাবেক মেম্বার ভুট্টো আর নেই appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3osdmEG
No comments:
Post a Comment