Wednesday, December 23, 2020

সাতক্ষীরা পৌর নির্বাচনে বিএনপি’র মনোনয়নে মেয়র প্রার্থী হতে চান শেখ মাসুম বিল্লাহ https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়নে মেয়র প্রার্থী হতে চান শেখ মাসুম বিল্লাহ (শাহিন)। নিজেকে দলের দুর্দিনের ত্যাগী ও পরীক্ষিত সৈনিক দাবি করে দলীয় মনোনয়ন পেতে সিনিয়র নেতাদের কাছে যোগাযোগ স্থাপন করে চলেছেন তিনি।

ইতোমধ্যে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় নেতাকর্মীরাও মাসুম বিল্লাহ শাহীনকে পৌর মেয়র হিসেবে দেখতে চায় বলে জানান তার কর্মী সমর্থকরা।

মাসুম বিল্লাহ শাহিন ১৯৯০ সাল থেকে বিএনপির রাজনীতির সাথে জড়িত। ১৯৯১ সালে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক ছিলেন। এরপর ১৯৯২ সালে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে সর্বাধিক ভোটে সোস্যাল সেক্রেটারী নির্বাচিত হন, ১৯৯৩ সালে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি, ১৯৯৮ সালে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক, ২০০২ সালে জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক, একই বছরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক, ২০০৮ সালে সাতক্ষীরা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, ২০০৯ সালে সালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক, ২০১৩ সালে জেলা বিএনপির অফিস সেক্রেটারী।

বর্তমানে জেলা বিএনপির কনভেনিং কমিটির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী। বিভিন্ন সময়ে রাজনৈতিক মামলায় শেখ মাসুম বিল্লাহ শাহিন ১৮ বার কারাবরণ করেন এবং বর্তমানে ২৫টিরও অধিক মামলা চলমান রয়েছে বলে জানান।

সাতক্ষীরা পৌরসভার মেয়র প্রার্থী শেখ মাসুম বিল্লাহ শাহিন বলেন, দলীয় মনোনয়ন পেলে দলের দুর্দিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করব। দলীয় মনোনয়নের ব্যাপারে দলের সিদ্ধান্ত মেনে কাজ করব। তিনি আরো বলেন, সাতক্ষীরা পৌরসভা বিএনপির শক্তিশালী ঘাঁটি।

এখানকার মানুষ বিএনপির ধানের শীষকেই ভালোবাসেন। বিজয়ী হলে পৌর এলাকার ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতার ব্যবস্থা, দুস্থ শিশু ও প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি, সুপেয় পানি ও জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থাসহ পৌরবাসীর নাগরিক সেবা সহজতর এবং সাতক্ষীরা পৌরসভাকে আধুনিক শহরে রূপান্তরিত করব।

নিজস্ব প্রতিনিধি:

The post সাতক্ষীরা পৌর নির্বাচনে বিএনপি’র মনোনয়নে মেয়র প্রার্থী হতে চান শেখ মাসুম বিল্লাহ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3haPW4z

No comments:

Post a Comment