শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগরে ককটেলসহ পিতা-পুত্রকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। শনিবার ভোর রাতে পদ্মপুকুর ইউনিয়নের গলাচিপা গেট সংলগ্ন জুয়েলের মাছের ডিপো হতে ডিএডি রাকিবুজ্জামানের নেতৃত্বে র্যাব সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হলো-শ্যামনগর উপজেলা পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের (মধ্যপাড়া) রফিকুল ইসলাম ও তার ছেলে মো. বায়েজিদ বোস্তামী।
র্যাবের ডিএডি রাকিবুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৬টি তাজা ককটেলসহ পিতা-পুত্রকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা স্বীকার করে বলেন, আটক সন্ত্রাসীদের আদালতে প্রেরণ করা হয়েছে।
The post শ্যামনগরে ককটেলসহ পিতা-পুত্র আটক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2WOGEBH
No comments:
Post a Comment