Friday, December 4, 2020

অটোরিকশায় বাসের ধাক্কা, একই পরিবারের ছয়জনসহ নিহত ৭ https://ift.tt/eA8V8J

মানিকগঞ্জের দৌলতপুরে বাসের ধাক্কায় সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। অন্যজন অটোচালক।
শুক্রবার বিকেলে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মূলকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের হরেকৃষ্ণ বাদ্যকার, তার স্ত্রী ববিতা বাদ্যকার, তাদের ছেলে গোবিন্দ বাদ্যকার, মেয়ে রাধে বাদ্যকার, চাচি খুশি বাদ্যকার ও চাচাতো ভাই রামপ্রসাদ বাদ্যকার। অটোচালকের নাম জামাল শেখ।

দৌলতপুর থানার ওসি রেজাউল করিম জানান, দুপুরে দৌলতপুর থেকে জামালের অটোরিকশা ভাড়া করে পরিবারের সদস্যদের নিয়ে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন হরেকৃষ্ণ বাদ্যকার। উপজেলার চকমিরপুর ইউনিয়নের মূলকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি বাস তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।

The post অটোরিকশায় বাসের ধাক্কা, একই পরিবারের ছয়জনসহ নিহত ৭ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/37yHIPk

No comments:

Post a Comment