Tuesday, December 22, 2020

তালায় প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন https://ift.tt/eA8V8J

সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৩৩নং তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টায় পর্যন্ত চলছে নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে অভিভাবক সদস্য (পুরুষ) পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপ-সহকারী শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার।

নির্বাচনে তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক বিএম জুলফিকার রায়হান (দোয়াতকলম প্রতীক) ২৮৫ ভোট, মো. আব্দুল কুদ্দুস মোড়ল (বই প্রতীক) ২৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং ২জন মহিলা অভিভাবক সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ৯৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন(পুরুষ) সদস্য ছিদ্দিক মোড়ল (কলস প্রতীক) নিয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘নির্বাচিত স্কুল কমিটির সদস্যরা ২ বছর পর্যন্ত বিদ্যালয় পরিচালনার দায়িত্ব নেবে।’

প্রিজাইডিং অফিসার তপন কুমার কর্মকার জানান,তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচনে মোট ভোট গ্রহণ হয়েছে ৫৭২টি। কোন ভোট নষ্ট হয়নি। কোন প্রকার আইন শৃঙ্খলার অবনতি ছাড়ায় সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে।

এদিকে, বিপুল ভোটের ব্যাবধানে ২ প্রার্থী নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেনসহ সদস্যবৃন্দ। অনুরুপ শুভেচ্ছা ও অভিনন্দন বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক এসএম আল্লাউদ্দীনসহ অঙ্গ সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

The post তালায় প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3hat5pG

No comments:

Post a Comment