Thursday, December 3, 2020

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংষর্ষে নিহত-১ আহত ৪ https://ift.tt/eA8V8J

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা ভৈরবনগর এলাকায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংষর্ষে একজন মারা গেছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও ৪জন। নিহত রবিউল ইসলাম (২১) তালা উপজেলার ইসলামকাটি গ্রামের রেজাউল ইসলাম খান ছেলে।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদেরকে সাতক্ষীরা সদর হাসাপাতালে পাঠিয়েছে। স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের ভৈরবনগর স্থানে দুটি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হলে চালক ও আরোহী ছিটকে পার্শবর্তী খালের ধারে পড়ে যায়। এদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক তার পা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতরা হলেন, তালা পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের ছলেমান সরদারের ছেলে মাছুম বিল্লাহ(২১) পাটকেলঘাটা সদরের রফিকুল ইসলামের ছেলে রিয়াজ উদ্দীন (২২)। এরা সকলে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত আছে বলে জানা গেছে ও বাকী দুই জন সাতক্ষীরা সদরের কামালনগর এলাকার বলে জানা গেছে।

পাটকেলঘাটা থানা পুলিশ মোটর সাইকেল দুটি উদ্ধার করে থানা হেফাজতে রেখেছেন।

পাটকেলঘাটা প্রতিনিধি:

The post খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংষর্ষে নিহত-১ আহত ৪ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2I4KVgF

No comments:

Post a Comment