কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর-মনিরামপুর প্রিন্টিং ব্যবসায়ী কল্যান সমিতি গঠন উপলক্ষে সন্ধ্যায় কেশবপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তনে দুই উপজেলা প্রিন্টিং ব্যবসায়ীদের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কেশবপুর অংকুর প্রিন্টিংয়ের মালিক বেলাল হোসেনের সভাপতিত্বে ও প্রিন্টিং ব্যবসায়ী হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খাঁন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মনিরামপুর ফিকো ডিজিটাল প্রিন্টিংয়ের মালিক অমিত মল্লিক, প্রিন্টিং ব্যবসায়ী এমএম আরজান আলী, শেখ বাবুল হোসেন, অমিত সরকার ও নাজমুল হোসেন প্রমুখ।
মতবিনিময় শেষে উপস্থিত কেশবপুর-মনিরামপুর উপজেলার প্রিন্টিং ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে কেশবপুর অংকুর প্রিন্টিংয়ের মালিক মো. বেলাল হোসেনকে সভাপতি ও মনিরামপুর ফিকো ডিজিটাল প্রিন্টিংয়ের মালিক অসীত মল্লিককে সাধারণ সম্পাদক করে ৮১সদস্য বিশিষ্ট কেশবপুর-মনিরামপুর প্রিন্টিং ব্যবসায়ী কল্যান সমিতির নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সহ-সভাপতি পদে এমএম মফিজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে হাফিজুর রহমান, অর্থ সম্পাদক পদে বাবুল হোসেন, দপ্তর সম্পাদক পদে নাজমুল হুসাইন প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. মঈনুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে অমিত সরকার, ক্রীড়া সম্পাদক পদে এমামুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক পদে আশরাফুজ্জামান, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে চঞ্চল মনোনীত হয়েছেন।
The post কেশবপুর-মনিরামপুর প্রিন্টিং ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2JkjTm3
No comments:
Post a Comment