সৌমিত বসু
রূপকথাগুলো ফিরে আসছে, ফিরে আসছে
কতোদিনের না বোলানো আঙুলগুলোর কাছে।
আলাপ শেষ। বিস্তার হয়ে ঢুকে পড়বে
ঘাসের গায়ে লেগে থাকা প্রাণকনিকায়।
এই যে আশ্বিন তার শীর্ণ কাঁধ বেয়ে
নেমে আসা নতুন নতুন জামা,প্যান্ট, চুলের ফিতে,
হাতে পায়ে পরিয়ে দেওয়া নতুন জন্মের স্বপ্ন
গুঁড়ি মেরে এগিয়ে আসছে কান্ড বেয়ে, শুধু
পাতার ঠোঁট ছুঁয়ে বয়ে চলেছে যে সুবাতাস,
ক্লান্ত সেও।
রূপকথাগুলোর হাত পা নেই।আনন্দ আছে।
ভয় ধরানো আনন্দের ভেতর মাথা ঝিম ঝিম করে।
এই পেট থেকে উঠে আসা বমি,
২ টাকা কিলোর চাল ছড়িয়ে রয়েছে
ঘর পেরিয়ে পুকুরপাড়।মাঝরাতের দিকে
টোপ দিয়ে তুলে নিয়ে যাওয়া।
প্রখর রোদে ছাতাহীনতার মতো ফ্যালফ্যাল।
রাজ্যের ব্যাঙ্গমা ব্যাঙ্গমী
ট্রেন ফেল হয়ে যাবে ভেবে
বহুদিন আগে থেকে স্টেশন চত্বরে।
পাখি ওড়ে। সম্পূর্ণ স্বাধীন বাতাস
আর গলাকাটা মেঘ
আমার মেয়ের মতো হাত ধরে ডেকে আনে
ও পাড়ার সন্ধ্যামাসীকে।
The post চিহ্নটুকু রয়ে গেছে শুধু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/34LQQPT
No comments:
Post a Comment