পিযুষ বাউলিয়া পিন্টু, (মুন্সিগঞ্জ) শ্যামনগর: বৃহস্পতিবার বিকাল ৩টায় শ্যামনগরে ভূমিদস্যু বানানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জয়যাত্রা টেলিভিশন শ্যামনগর প্রতিনিধি অনাথ মন্ডল। লিখিত বক্তব্যে বলেন, আমি শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি, জয়যাত্রা টেলিভিশনের শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি, দৈনিক গ্রামের কাগজের শ্যামনগর উপকূলীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি।
গত ২০-১২-২০২০ তারিখ রাত আনুমানিক ৩টার দিকে শ্যামনগর উপজেলার ১নং ভূরুলিয়া ইউনিয়নের কাঁচড়াহাটী নন্দীগ্রামে (শ্যামনগরের সুন্দরবন সিনেমা হলের পিছনে) কতিপয় সন্ত্রাসী ও ভূমিদস্যু কর্তৃক সংখ্যালঘুদের সম্পত্তির উপর রাতের অন্ধকারে জোরপূর্বক ঘরবাড়ি নির্মাণের খবর পেয়ে তারা বাঁধা প্রদান করলে ভূমিদস্যুরা তাদের উপর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। খবর পেয়ে আমি তথ্য সংগ্রহের জন্য ঘটনা স্থলে গিয়ে দেখি সন্ত্রাসীরা সংখ্যালঘুদের দেশিয় অস্ত্র দিয়ে হামলা চালায়, তা আমি আমার পেশাগত কারণে উক্ত ঘটনার ভিডিও ফুটেজ গ্রহণ করি। এতে তারা ক্যামেরা ভাঙ্গার জন্য আমার উপর হামলা চালানোর চেষ্টা করলে আমি কোন রকমে প্রাণ নিয়ে ঘটনা স্থল থেকে চলে আসি।
পরবর্তীতে তাদের সেই সকল ভিডিও ফুটেজ যাতে জনসমক্ষে প্রকাশ না হয় সে জন্য আমাকে বিভিন্ন হুমকি দিতে থাকে। কিন্তু ভিডিও ও খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ ও টেলিভিশনে প্রকাশ হলে তারা আমার নামে মিথ্যা ভূমিদস্যু অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃত পক্ষে আমি আমার নিজের পেশা গত কারণে সেখানে গিয়েছিলাম। প্রকৃত পক্ষে উক্ত সম্পত্তিতে আমার কোন স্বার্থ নেই।
উক্ত সম্পদের প্রকৃত এসএ রেকর্ডীয় মালিক সংখ্যালঘু সম্প্রদায়। ঐ জমি সংখ্যালঘুদের বাপ-দাদাদের ১০০ বছরের দখলীয় সম্পত্তি। সত্য ঘটনা প্রকাশ করায় তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যার হুমকি অব্যাহত রেখেছে। এছাড়া আমাকে হয়রানি করার জন্য বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেয়ারও হুমকি দিচ্ছে। আমি এ বিষয়ে সংবাদকর্মীদের মাধ্যমে প্রশাসনের নিকট সুবিচার প্রার্থনা করছি।
The post শ্যামনগর প্রেসক্লাবে অনাথ মন্ডলের সংবাদ সম্মেলন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3nIjGIp
No comments:
Post a Comment