দিপঙ্কর বিশ্বাস: সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে উপ-নির্বাচন সম্পন্ন করতে জেলা প্রশাসন বদ্ধ পরিকর। নির্বাচনের দিন সাধারণ মানুষ বাঁধাহীনভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে প্রশাসন তৎপর রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রার্থী বা তাদের লোকজন অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।
রবিবার বেলা সাড়ে ১১টায় দেবহাটা উপজেলা পরিষদ মিলনায়তনে উপ নির্বাচন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এসব কথা বলেন।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সহকারী কমিশনার ভুমি এসএম তারেক সুলতান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, উপ-নির্বাচনে আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম, এনপিপি মনোনীত আম প্রতিকের অপর প্রার্থী অজিয়ার রহমান, নির্বাচন অফিসার সরিফুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার প্রমূখ। অনুষ্ঠান শেষে দেবহাটা মুক্ত দিবসের আলোচনা সভা এবং পরবর্তীতে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিক সেলাইমেশিন ও বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
The post কঠোর নিরাপত্তায় নির্বাচন সম্পন্ন করতে সব ধরণের ব্যবস্থা নেওয়া হচ্ছে: মোস্তফা কামাল appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3giRLfg
No comments:
Post a Comment