Saturday, December 26, 2020

শ্যামনগরে শেখ রাজিয়া নাসেরের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা দোয়া https://ift.tt/eA8V8J

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর নাসরুল উলুম সিদ্দিকিয়া কোরবানিয়া মাদ্রাসা ও এতিমখানায় প্রধানমন্ত্রীর চাচী এবং এমপি শেখ হেলাল উদ্দীনের মাতা শেখ রাজিয়া নাসেরের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। ২৬ ডিসেম্বর (শনিবার) বেলা ২টায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম আবুজর গিফারী। এমপি জগলুল হায়দারের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, শ্যামনগর থানার তদন্ত ইনচার্জ মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোশারাফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, প্রেসক্লাবের সাবেক আহবায়ক গাজী সালাউদ্দীন বাপ্পী, সাবেক উপদেষ্টা শেখ আফজালুর রহমান, সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামান সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক এম আব্দুর রহমান বাবু, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকমন্ডলী এবং এতিম ছাত্ররা। অনুষ্ঠান ও দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা আব্দুল খালেক। শেখ রাজিয়া নাসেরের চলি¬শা উপলক্ষে ১০ খতম কোরআন তেলাওয়াত করা হয়। এ সময় মরহুমার আত্মার মাগফিরাত সহ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ পরিবারের সকলের জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে কয়েকশত এতিম ছাত্রদের মাঝে উন্নতমানের মধ্যহ্ন ভোজের ব্যবস্থা করা হয়।

The post শ্যামনগরে শেখ রাজিয়া নাসেরের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা দোয়া appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2WNoyQI

No comments:

Post a Comment