Saturday, January 30, 2021

খুলনায় কমছে না ভোগ্যপণ্যের দাম https://ift.tt/eA8V8J

মেহেদী হাসান, খুলনা: মহামারী করোনার পরিস্থিতির মধ্যেও খুলনায় কমছে না নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য সয়াবিন তেল ও কাঁচা মরিচের দাম। স্থিতিশীল অবস্থায় রয়েছে এসব পণ্যের মূল্য। কোন ভাবে কমছে না সয়াবিনের দাম। প্রায় তিন সপ্তাহ ধরে বিরাজ করছে এমনই অবস্থা। বোতলজাত সয়াবিন লিটারপ্রতি বিশ টাকা বাড়তি। লুজ সয়াবিনও কেজিপ্রতি বাড়তি ২০-২৫ টাকা। ব্যবসায়ীরা কৌশলে পকেট কাটছে ভোক্তাদের। সয়াবিন তেল ও কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে না আসায় বিপাকে রয়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষ।
শনিবার (৩০ জানুয়ারি) নগরীর খুচরা বাজারগুলোতে বোতলজাত সয়াবিন ফ্রেশ (৫ লিটার) ৬০০ টাকা, তীর (৫ লিটার) ৬০০ টাকা, পুষ্টি (৫ লিটার) ৫৯৫ টাকা ও রুপচাঁদা (৫ লিটার) ৬২০ টাকা, লুজ সয়াবিন প্রতিলিটার ১২০-১২৫ টাকা দরে বিক্রি হয়েছে। গত ২২ জানুয়ারি থেকে একই দাম অব্যাহত রয়েছে।
তথ্যমতে, গত ৮ জানুয়ারি খুচরা বাজারে বোতলজাত সয়াবিন ফ্রেশ (৫ লিটার) ৫৮০টাকা, তীর (৫ লিটার) ৫৮০ টাকা, পুষ্টি (৫ লিটার) ৫৭৫ টাকা ও রুপচাঁদা (৫ লিটার) ৫৯০ টাকা, লুজ সয়াবিন প্রতিলিটার ১২৫ টাকা দরে বিক্রি হয়েছে। গেল বছর ৩০ ডিসেম্বর প্রতি বোতলজাত সয়াবিন ফ্রেশ (৫ লিটার) ৪৮০ টাকা, তীর (৫ লিটার) ৪৮০ টাকা, পুষ্টি (৫ লিটার) ৪৭৫ টাকা ও রুপচাঁদা (৫ লিটার) ৪৯০ টাকা, লুজ সয়াবিন প্রতি লিটার ১০৫ টাকা দরে বিক্রি হয়।
সয়াবিনের দাম বৃদ্ধির ব্যাপারে একাধিক ভোক্তার কাছে জানতে চাইলে বলেন, ‘শীত এলে ভোজ্য সয়াবিনের দাম বেড়ে যায়। আইন-শৃঙ্খলা বাহিনীর উচিত ভোজ্য তেল নিয়ে কারসাজি খুঁজে বের করা। সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি সম্পর্কে জানতে চাইলে ব্যবসায়িরা বলেন, ‘বিশ^বাজারে সয়াবিনসহ সবধরনের ভোজ্য সয়াবিন তেলের দাম বাড়তি থাকার কারণে প্রায় তিন সপ্তাহ ধরে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে।’
ক্ষুদ্র ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘তিন সপ্তাহ খানেক ধরে ভোজ্য সয়াবিনের দাম বাড়তি। বোতলজাত সয়াবিন প্রতিলিটার ১২০ থেকে ১২৫ টাকা এবং লুজ সয়াবিন প্রতিকেজি ১২৫ থেকে ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।’
নগরীর দৌলতপুর বাজারে আসা ক্রেতা গৃহিণী রুমানা আক্তার (রানু) বলেন, তিন সপ্তাহ ধরে সয়াবিনের দাম স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। নিত্যপ্রয়োজনীয় ভোজ্য সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে আনতে হবে। দাম যাতে নিয়ন্ত্রণে আসে সেজন্য সংশ্লি¬ষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।’

The post খুলনায় কমছে না ভোগ্যপণ্যের দাম appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2YtW1R0

No comments:

Post a Comment