Sunday, January 31, 2021

কালিগঞ্জের রতনপুর ইউনিয়নে ভিজিডি কার্ডের চাল বিতরণ https://ift.tt/eA8V8J

বিশেষ প্রতিনিধি: ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’-স্লোগানে কালিগঞ্জের রতনপুর ইউনিয়নে ২০২১-২০২২ বর্ষের ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়নের মোট ৩৪৯ কার্ডধারী পরিবারের মধ্যে প্রথমবারের মতো প্রত্যেককে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।

রোববার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন উপস্থিত থেকে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে উপকারভোগীদের মধ্যে চাল বিতরণ করেন। আগামী দুই বছর এ সকল উপকারভোগী প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবেন বলে জানিয়েছেন রতনপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম খোকন।

এ সময় ইউনিয়ন পরিষদের সচিব খান আহাদুর রহমান, ইউপি সদস্য (সংরক্ষিত) নুরনাহার বেগম, শামীমা পারভিন, রেক্সোনা বেগম, ইউপি সদস্য মাসুম বিল্লাহ সুজন, সেলিম আহমেদ, গোলাম মোস্তফা, আহসানুল হাবিব শিশির, সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

The post কালিগঞ্জের রতনপুর ইউনিয়নে ভিজিডি কার্ডের চাল বিতরণ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3jaQmJ5

No comments:

Post a Comment