নারী অধিকার, নারী উন্নয়ন, বাল্যবিবাহ রোধ, নারীকে একজন মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠার সামাজিক আন্দোলনের নিবেদিত প্রাণ মিসেস ফারহানা হোসেন এবারও কলারোয়া পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ।
এ নিয়ে টানা তৃতীয়বার তিনি সংরক্ষিত নারী কাউন্সিলর (১,২,৩ নং ওয়ার্ড) নির্বাচিত হলেন। দীর্ঘদিন ধরে তিনি কলারোয়া পৌরসভার নানামুখী উন্নয়ন ও সামাজিক গঠনমূলক কার্যক্রম সুনামের সাথে চালিয়ে আসছেন।
তাই সম্মানিত ভোটাররা তাঁঁকে ৩০ জানুয়ারির নির্বাচনে বিপুল ভোটেে নির্বাচিত করেছেন। তাঁর নির্বাচনী প্রতীক ছিলো’ ‘টেলিফোন’। তিনি ভোট পেয়েছেন ২৩৮৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বলপেন প্রতীকের রেজওয়ানা আক্তার লিলি পেয়েছেন ৯১৬ ভোট।
মিসেস ফারহানা হোসেন কলারোয়ার জনপ্রিয় ব্যক্তিত্ব সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত হোসেন আলির সহধর্মিণী এবং কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল ও প্রকৌশলী মাহমুদ হাসান শোভনের শাশুড়ি। টানা তৃতীয়বারের নির্বাচিত নারী আসেনের কাউন্সিলর মিসেস ফারহানা হোসেন সম্মানিত সকল ভোটারদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও শুভ কামনা জ্ঞাপন করেছেন।
শেখ জিল্লু,কলারোয়া প্রতিনিধি:
The post নারী উন্নয়নের নিরলস কর্মী ফারহানা হোসেন টানা তৃতীয়বার কাউন্সিলর নির্বাচিত appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2YBL6Vf
No comments:
Post a Comment