Wednesday, January 27, 2021

বেনাপোল বন্দরে ৫দিন আটকে আছে ২হাজার মে.টন চাল https://ift.tt/eA8V8J

বেনাপোল (যশোর) প্রতিনিধি: শুল্ক (ডিউটি) জটিলতার অভিযোগে বেনাপোল স্থলবন্দরে ৫দিন ধরে আটকে আছে ভারত থেকে আমদানিকৃত ২হাজার টন চালের চালান। বাড়ছে ডেমারেজ-নষ্ট হচ্ছে চাল। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়িরা। বন্দরে ও ট্রেনে আটকা আছে চালের চালান।
বন্দর ও আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা জানান, দেশে চালের ঘাটতি মেটাতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে কিছু আমদানিকারক প্রতিষ্ঠানকে অগ্রাধিকার ভিত্তিতে চালের আমদানির অনুমতি দেয়। ভোমরা হিলি দর্শনা ও বেনাপোল স্থলবন্দর দিয়ে চালের চালান আসে বাংলাদেশে। অন্যান্য বন্দর দিয়ে মোটা চাল ৩৭০ ডলার ও চিকন মিনিকেট ৪২৫ ডলার ডিউটি দিয়ে খালাস নেন আমদানিকারকরা। বেনাপোল বন্দর দিয়ে চাল খালাসে মোটা চাল ৩৯০ ডলার ও চিকন চাল ৪৩০ ডলারে খালাসের নির্দেশনা দেয় কাষ্টম। ফলে বেশি ডিউটিতে চাউল খালাস নিতে আপত্তি জানায় আমদানিরকারকরা। ফলে আটকে যায় চালের চালান। আমদানি কারণ বেনাপোল নিপুন এন্টার প্রাইজের ৪০০ মে. টন ও রেলের আসা রাজশাহীর কপোতাক্ষ ফুড সাপ্লায়ের ১৭৭৭ মে. টন চাল আটকে আছে ৫ দিন ধরে। সুরাহা হয়নি আজও।
বেনাপোল নিপুন এন্টার প্রাইজের প্রতিনিধি-রবিউল ইসলাম জানান-২৩ তারিখ থেকে বন্দরে আটকে আছে চালের চালান। এক দেশে দুরকম ডিউটি। বেশি ডিউটি দিতে নারাজ তারা। কর্তৃপক্ষের অবৈধ চাপের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এর সুরাহা চান তারা।
নারিকেল গাছ প্রতীক পেলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতীক বরাদ্দের মাধ্যমে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সকাল ১১টা থেকে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়। জেলা ও উপজেলা নির্বাচন অফিসের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাজমুল কবীর ও শেখ শরিফুল ইসলাম স্বতন্ত্র মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠুর হাতে নারিকেল গাছ প্রতীক তুলে দেন। এ উপলক্ষে সকালে স্বতন্ত্র মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু নিজ কর্মী সমর্থক নিয়ে হাজির হন জেলা নির্বাচন অফিসে। নারিকেল গাছ প্রতীক হাতে পেয়েই নির্বাচনী প্রচার-প্রচারণায় নেমে পড়েন স্বতন্ত্র মেয়র প্রার্থী নাছিম ফারুক খান মিঠু। প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে নিজের পক্ষে ভোট চাইছেন। এর মধ্যে সাতক্ষীরা পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। উল্লেখ্য, আগামী ১৪ সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

The post বেনাপোল বন্দরে ৫দিন আটকে আছে ২হাজার মে.টন চাল appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39o4ITh

No comments:

Post a Comment