Sunday, January 31, 2021

ভয়েস অব সাতক্ষীরার উপদেষ্টা সম্পাদক হলেন এড. শহীদউল্যাহ https://ift.tt/eA8V8J

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ভয়েস অব সাতক্ষীরা ডটকম’ এর উপদেষ্টা সম্পাদক হলেন সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক ও আইনজীবী এড. একেএম শহীদউল্যাহ। ৩১ জানুয়ারি থেকে তিনি এপদে অধীষ্ঠ হলেন। প্রবীণ এই সাংবাদিকের দক্ষতা কাজে লাগিয়ে ভয়েস অব সাতক্ষীরা ডটকম সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরো একধাপ এগিয়ে যাবে।

এড. একেএম শহীদউল্যাহ জীবনী: এড. একেএম শহীদউল্যাহ, ১৯৩৭ সালের ১২ ডিসেম্বর সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জম্ম গ্রহণ করেন। পিতা মৃত আব্দুছ ছোবহান সরদার, মাতা মৃত জেলেখা খাতুন।

তিনি ১৯৫২ সালে আশাশুনির হামিদ আলী হাইস্কুল থেকে ম্যাট্রি কুলেশন পাশ করেন। ১৯৬০ সালে খুলনা বিএল কলেজ থেকে বিএ পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘আন্তর্জাতিক সম্পর্ক’ বিষয়ে এমএ ডিগ্রী অর্জন করেন। ১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশের পর ১৯৬৫ সালে সাতক্ষীরা বারে আইন পেশায় যোগদান করেন। তিনি অদ্যবদি সাতক্ষীরা বারের একজন সদস্য (বর্তমানে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সবচেয়ে প্রবীণ সদস্য) হিসাবে নিয়মিত প্রাকটিস করছেন।

ছাত্র জীবনে তিনি আশাশুনি হামিদ আলী হাইস্কুল থেকে ‘এড়ড়ফ ঈড়হফঁপঃ’ মেডেল পান। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যাল থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যায়নকালে ‘ঘঁঃৎধষরঃ’ বিষয়ের উপর রচনা প্রতিযোগিতায় মেডেল প্রাপ্ত হন।
১৯৬৭ সালে ‘সাপ্তাহিক হলিডে’ পত্রিকায় এড. একেএম শহীদউল্যাহ’র সাংবাদিকতায় হাতেখড়ি। ১৯৬৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত তিনি ‘দি মর্নিং নিউজ’ পত্রিকায় সাংবাদিকতা করেন। দেশ স্বাধীনের পর ১৯৭৭ সাল থেকে পত্রিকাটি বন্ধ হওয়ার আগপর্যন্ত তিনি ‘ বাংলাদেশ টাইমস্’ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা ৩১ বছর এড. একেএম শহীদউল্যাহ বাংলাদেশ বেতারের সাতক্ষীরা জেলা সংবাদদাতা হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

এড. একেএম শহীদউল্যাহ সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম। সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাদের মধ্যে একমাত্র তিনিই জীবিত আছেন। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

এড. একেএম শহীদউল্যাহ সাতক্ষীরার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে কাজ করেন। তিনি টিআইবি, সনাক সাতক্ষীরা জেলা শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সাতক্ষীরা জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, ফেয়ার ইলেকশন মনিটরিং এলায়েন্স ’ফেমা’ সাতক্ষীরা জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি, সুইড সাতক্ষীরার প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া অসংখ্য সামাজিক সংগঠনের সাথে জড়িত তিনি। প্রেসবিজ্ঞপ্তি

The post ভয়েস অব সাতক্ষীরার উপদেষ্টা সম্পাদক হলেন এড. শহীদউল্যাহ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/2MHAZLU

No comments:

Post a Comment