Sunday, January 31, 2021

আধুনিকতার ছোঁয়া হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য ঢেঁকি https://ift.tt/eA8V8J

অহিদুজ্জামান খোকা, কেঁড়াগাছি (কলারোয়া): ঢেঁকি নিয়ে বাংলা সাহিত্যে কত প্রবাদ আছে তার হিসেবে নেই। সাহিত্যের একটি অবিচ্ছেদ্য অংশ ঢেঁকি। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে, আমড়া কাঠের ঢেঁকি, অনুরোধে ঢেঁকি গেলা ইত্যাদি। ঢেঁকি নিয়ে রচিত হয়েছে কত গান-কত কবিতা। তার মধ্যে সবচেয়ে বেশি শোনা যায় যে গানটি তা হলো- ‘ও ধান ভানিরে ঢেঁকিতে পাড় দিয়া, ঢেঁকি নাচে আমি নাচি হেলিয়া দুলিয়া, ও ধান ভানিরে।’

এমনি করে আরও অনেক গান গেয়ে এক সময় গ্রামের নারীরা ধান ভানতে যেতেন বাড়ি বাড়ি।

কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি।

এক সময় ঢেঁকির ঢাপুর-ঢুপুর শব্দে মুখরিত থাকতো পাড়া মহল্ল¬া। নবান্নের নতুন ধান উঠার পর শুরু হয়ে যেত উৎসবের আমেজ। বিভিন্ন রকমের পিঠা তৈরি করতে ধান মাড়াই করে গুঁড়া কোটা, খাওয়ার জন্য চাল প্রস্তুত করার জন্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলতো ঢেঁকি ঘরে আনাগোনা। ঢেঁকিতে ধান দিয়ে তৈরি করা হতো সুস্বাদু চিড়া। ঢেঁকিছাটা চালের কদর এখন ফুরায়নি। গ্রামের অনেক গরীব মানুষের সংসার চলতো ঢেঁকিতে ধান ভেনে, চিড়া কুটে, চালের আটা কুটে, ছাতু কুটে। আধুনিক পদ্ধতিতে এখন এই মাড়াই কাজ বিভিন্ন ধরনের মেশিন দিয়ে খুব সহজেই মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। শহরের মতো গ্রামেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। যার ফলশ্রুতিতে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য ঢেঁকি।

The post আধুনিকতার ছোঁয়া হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য ঢেঁকি appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/36rkk6q

No comments:

Post a Comment