Saturday, January 30, 2021

সরকারি আইনি সহায়তা শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় শেখ মফিজুর রহমান কুতর্ক নয়, যৌক্তিক তর্কের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে https://ift.tt/eA8V8J

বদিউজ্জামান: সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন, কুতর্ক নয়, যৌক্তিক তর্কের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, বিতর্ক একটি শিল্প, চর্চার মাধ্যমেই এর সমৃদ্ধি সম্ভব। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি, সাতক্ষীরার আয়োজনে ‘মুজিব শতবর্ষ’ উপলক্ষে আয়োজিত সরকারি আইনি সহায়তা শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ শরিফুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবীর ও সরকারি কৌশুলী এড. শম্ভু নাথ সিংহ। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ম-জেলা ও দায়রা জজ মো. ফারুক ইকবাল, ল্যান্ড-সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. জাহিদুল আজাদ ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মন্ডল।এছাড়া উপস্থিত ছিলেন, বিচার বিভাগ, সাতক্ষীরার বিচারকবৃন্দ, স্কুলের শিক্ষকবৃন্দ, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান ছোট ছোট শিক্ষার্থীদের বিতর্কে মুগ্ধ হয়ে বলেন, আজকের বিতর্ক প্রতিযোগিতা শুধুমাত্র বিতর্কের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি আজ বিতর্ক উৎসবে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, আমাদের শেখার কোন শেষ নেই, আজ আমরা এসব শিক্ষার্থীদের কাজ থেকেও অনেক কিছু শিখলাম। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সকলকে উদ্দেশ্য করে বলেন, আজ যারা বিজয়ী হতে পারেনি, তারা আগামীতে আরও ভালো করার চেষ্টা করবে। যত বেশী প্রাক্টিস করবে, তত বেশী পারফেক্ট হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, মনে রাখবে-তর্কের নামে কুতর্ক করতে চাইনা, সুতর্ক রকতে হবে, তর্ক করে যেন দূরত্ব না বাড়াই, যদিও আজকের এই প্রতিযোগিতায় তোমরা সেটা করে দেখাতে সক্ষম হয়েছো।
প্রতিযোগিতায় জেলার ৮টি স্কুল অংশ গ্রহন করেন। অংশগ্রহনকারি স্কুল গুলো হচ্ছে, সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়, নব জীবন ইন্সস্টিটিউট, কারিমা মাধ্যমিক বিদ্যালয়, আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও কলারোয়া সরকারী জিকেএমকে মাধ্যমিক বিদ্যালয়।
প্রথম রাউন্ডে অনুষ্ঠিত বিতর্কের বিষয় ছিলো, ‘বিরোধ হলে মামলা নয়, আপোষেই উভয়ের জয়।’ বিষয়টির উপর ৮টি দল পক্ষে-বিপক্ষে প্রাণবন্ত বিতর্ক উপস্থাপন করেন এবং বিচারক মন্ডলী ৪টি দলকে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ ঘোষনা করেন। এরা হলেন, পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়, আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়। এই ৪টি বিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় পর্বের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেটির বিষয় ছিলো- বিনামূল্যে সরকারি আইনি সহায়তা, গরীব অসহায়দের একমাত্র নির্ভরতা। বিষয়টির উপর ৪টি দল পক্ষে-বিপক্ষে প্রাণবন্ত বিতর্ক উপস্থাপন করেন এবং বিচারক মন্ডলী ২টি দলকে চুড়ান্ত পর্বে উত্তীর্ণ ঘোষনা করেন। এরা হলেন, সাতক্ষীরা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় এবং পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়। চুড়ান্ত পর্বে উত্তীর্ণদের বিতকের্র বিষয় ছিলো- “দারিদ্রতা আইনের দূয়ার বন্ধ করেনা, দুর্নীতি আইনের সকল দূয়ার বন্ধ করে।” বিষয়টির উপর ২টি দল পক্ষে-বিপক্ষে সাবলীল ভাষায় প্রাণবন্ত বিতর্ক উপস্থাপন করেন এবং তীব্র প্রতিযোগিতার মধ্যদিয়ে বিচারক মন্ডলী সাতক্ষীরা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়কে চ্যাম্পিয়ন ঘোষনা করেন এবং পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়কে রানার্স আপ দল হিসাবে ঘোষনা করেন। এছাড়া শ্রেষ্ঠ বিতার্কিক হিসাবে রানার্স-আপ দলের দলনেতা বৈশাখী সুলতানার নাম ঘোষনা করেন।
এ সময় প্রতিযোগিতার বিচারক মন্ডলীর পক্ষে, যুগ্ম-জেলা ও দায়রা জজ মো. ফারুক ইকবাল উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর বক্তব্যে বলেন, আইন হল মাকড়সার জালের মতো, যেখানে ছোট পোঁকাগুলো আটকিয়ে যায় এবং বড় পোঁকাগুলো ছিড়ে বেরিয়ে যায়। তিনি সকল বক্তাকে তাদের সুন্দর বিতর্ক উপস্থাপনের জন্য ধন্যবাদ জানান।
প্রতিযোগিতা শেষে সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে বই উপহার দেন এবং চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলসহ শ্রেষ্ঠ বক্তার হাতে ট্রপি তুলে দেন।
প্রতিযোগিতায় অত্যন্ত দক্ষতার সাথে মডারেটর এর দায়িত্ব পালন করেন, সদ্য পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং ভারপ্রাপ্ত লিগ্যাল এইড অফিসার ইয়াসমিন নাহার।

The post সরকারি আইনি সহায়তা শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় শেখ মফিজুর রহমান কুতর্ক নয়, যৌক্তিক তর্কের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3ajwoYt

No comments:

Post a Comment