বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর আদলে কালিগঞ্জের ধলবাড়িয়ায় অনুষ্ঠিত হলো গোবিন্দপুর প্রিমিয়ার লীগ (জিপিএল)। গোবিন্দপুর পল্লীমঙ্গল তরুণ সমিতির আয়োজনে শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল খেলা। টস জিতে প্রথমে ব্যাট করে মিলন বাজার ঈগল ক্রিকেট একাদশ নির্দ্ধারিত ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে মিলন বাজার ঈগল এর খেলোয়াড়দের সুনিয়ন্ত্রিত বোলিং ও ফিল্ডিংয়ের কারণে শেষ ওভার পর্যন্ত লড়াই করে ৯ উইকেটের বিনিময়ে আব্দুল কাদের মাঠ ওরিয়র্স ৯২ রান তুলতে সক্ষম হয়। ম্যাচ সেরা হয়েছেন চ্যাম্পিয়ন দলের সাব্বির হোসেন এবং টুর্নামেন্ট সেরা হয়েছেন রানার্সআপ দলের জাহাঙ্গীর আলম। খেলা পরিচালনা করেন ফিরোজ আলম ও পার্থ প্রতিম বিশ^াস।
গোবিন্দপুর পল্লীমঙ্গল তরুণ সমিতির সভাপতি বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজীর মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত শাওন এর সঞ্চালনায় ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী। রেডিও ধ্বনির ধারাভাষ্যকার ইসমাইল হোসেন মিলনের ধারা বর্ণনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. হাবিব ফেরদাউস শিমুল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম ফজর আলী, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, দপ্তর সম্পাদক এমডি আরাফাত আলী, কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল গফফার মল্লিক প্রমুখ।
The post কালিগঞ্জের ধলবাড়িয়ায় জিপিএল ক্রিকেট টুর্নামেন্টে মিলন বাজার ঈগল চ্যাম্পিয়ন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3taf00W
No comments:
Post a Comment