তালা প্রতিনিধি: সাতক্ষীরা তালায় তহশিল অফিসের কোন অনিয়ম দুর্নীতি সহ্য করা হবেনা। উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় এমনই হুসিয়ারী ব্যক্ত করেন তালার ইউএনও মো. তারিফ-উল-হাসান।
বৃহস্পতিবার তালা উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসানের সভাপতিত্বে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি এসএম তারেক সুলতান, তালা থানার অফিসার্স ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার অফিসার্স ইনচার্জ, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প. প. কর্মকর্তা রাজিব সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী, বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, তালা প্রেসক্লাবের সভাপতি প্রনব ঘোষ বাবলু, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান বলেন, তালায় দৃশ্যমান কোন উন্নতি হয়নি, সমীকরণ বাদ দিয়ে সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। চিঠি পেয়ে এসেছি, চিঠি পেলে চলে যাব, তবে কোন অনিয়ম দুর্নীতি সহ্য করব না। তিনি আরও বলেন, আসেন আমরা আগে নিজের পরিবারকে ঠিক করি। দেশ এগিয়ে যাচ্ছে, আমরা মাদক, সন্ত্রাসসহ সকল প্রকার অনিয়ম দুর্নীতিকে না বলে দেশেকে ভালবাসি, দেশের জন্য কাজ করি। তিনি তহশিল অফিসের কর্তা ব্যক্তিদের হুসিয়ারী ব্যক্ত করে বলেন, আমি উপজেলার প্রতিটি তহশিল অফিস পরিদর্শন করবো। তহশিল অফিসের কোন অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না।
The post তালা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ciFQy0
No comments:
Post a Comment