সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শুক্রবার সকালে শ্যামনগর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার অভিষেক, পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
হিন্দু বেীদ্ধ খিৃষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মন্ডলীর সদস্য বিষ্ণুপদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ^জিত সাধু। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক জয়দেব বিশ^াসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলির সদস্য সুধাংশু সরকার, জেলা কমিটির যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন, মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিধু¯্রবা মন্ডল, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য কিরণ শংকর চ্যাট্যাজী।
বর্ধিত সভায় বক্তারা উপজেলার নুরনগর মনসাতলার জায়গার ডিসিআর বাতিল, কালিঞ্চি গ্রামের নিপা রানীর মিথ্যা মামলা প্রত্যাহারসহ অন্যান্য বিষয়ে প্রশাসনের সু দৃষ্টি কামনা করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সনজিৎ দাশ, স্বপন বৈদ্য, মধুসুদন মন্ডল, দেবাশিষ মালো সহ বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়াসহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি করানো হয়।
The post শ্যামনগরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের অভিষেক পরিচিতি ও বর্ধিত সভা appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3t9FuzS
No comments:
Post a Comment