Wednesday, January 27, 2021

শ্যামনগরে শিশু সুরক্ষায় ওরিয়েন্টেশন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: অক্সফ্যামের কারিগরি ও আর্থিক সহযোগীতায় ও সুশীলন রিকল-২০২১ প্রকল্পের বাস্তবায়নে আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্রতিটি সিবিও হতে ৫০জন সদস্যের উপস্থিতিতে দুটি পৃথক ব্যাচের একদিনের শিশু সুরক্ষা সেফগার্ডের্নিং ডিসএ্যাবিলিটি ইনক্লুশন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

২৭ জানুয়ারি সকাল ১০টায় বুড়িগোয়লিনী ইউনিয়নের আড়পাংগাশিয়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ে এ অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী এসএম জাকির হোসেন, শহীদুল ইসলাম, দিবাকর ঘোষ, মীর হাছিব উল¬াহ প্রমুখ।

The post শ্যামনগরে শিশু সুরক্ষায় ওরিয়েন্টেশন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/39m7Oa5

No comments:

Post a Comment