Thursday, January 28, 2021

আওয়ামী মোটরচালক লীগের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন https://ift.tt/eA8V8J

বাংলাদেশ আওয়ামী মোটরচালক লীগের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা শাখায় উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। সাতক্ষীরা পলিটেকনিক্যাল মোড়ে বৃহস্পতিবার বিকালে সংগঠনের জেলা শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির বন পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ হ ম তারিক উদ্দীন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, সাতক্ষীরা সদর আওয়ামী যুবলীগের আহবায়ক ও ইউপি মেম্বর আছাদুজ্জামান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, শেখ হাসিনার হাতে গড়া সংগঠন হাঁটি হাঁটি পা পা করে ১৭ বছর অতিবাহিত হয়ে ১৮ বছরে পদার্পন করেছে আওয়ামী মোটরচালক লীগ। আশা করি, যেকোন প্রতিকূল মুহূর্তে এ সংগঠনের নেতৃবৃন্দ পাশে থেকে সার্বিক সহযোগিতা করবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য প্রতিটি সংগঠন সোচ্চার হবে। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন সাংবাদিক আবু সাইদ ও আওয়ামী মোটরচালক লীগের সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব আতাউল হক। আলোচনা শেষে ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। প্রেসবিজ্ঞপ্তি

The post আওয়ামী মোটরচালক লীগের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3cl1F04

No comments:

Post a Comment