Sunday, January 31, 2021

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে নৌকা বিজয়ের লক্ষে ৭নং ওয়ার্ড আ.লীগের কর্মীসভা https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ নাসেরুল হককে নৌকা প্রতীকে বিজয়ের লক্ষে ইটাগাছায় আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শনিবার রাত ৯টায় ইটাগাছা মোড়ে মেয়র প্রার্থী শেখ নাসেরুল হকের নির্বাচনী অস্থায়ী অফিস কক্ষে উক্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুর সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, পৌর আওয়ামী লীগ সভাপতি ও নৌকা প্রতীকে মেয়র পদপ্রার্থী শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী, পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি আব্দুলহান্নান, যুগ্ম-সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

৭নং ওয়ার্ড আ’লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু বলেন- নৌকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক, নৌকা জননেত্রী শেখ হাসিনার প্রতীক। নৌকা দেশ ও জনগণের উন্নয়নের প্রতীক। তাই আগামী ১৪ ফেব্রুয়ারি সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শেখ নাসেরুল হককে বিপুল ভোটে বিজয়ী করতে ৭নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধ করতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলীয় সকল অঙ্গ ও সগযোগী সংগঠনের নেতা-কর্মীদের আহবান জানান।

The post সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে নৌকা বিজয়ের লক্ষে ৭নং ওয়ার্ড আ.লীগের কর্মীসভা appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/36rklY2

No comments:

Post a Comment