পত্রদূত রিপোর্ট: টেকনাফ থানার ভূয়া গ্রেপ্তারি পরোয়ানায় ছেলেকে গ্রেপ্তার করানো, দু’ছেলের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি, জমিসহ কোটি টাকার গোডাউন ঘর জবরদখলে ব্যর্থ হয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যবসায়িকে সপরিবারে ভারতে পাঠানোর হুমকির অভিযোগে দায়েরকৃত মামলায় ছয় আসামী জামিন লাভ করেছে। বৃহস্পতিবার তারা সাতক্ষীরার আমলী আদালত-৭ এ হাজির হয়ে আবেদন করলে বিচারক ইয়াসমিন নাহার তাদের জামিন মঞ্জুর করেন।
আসামীরা হলেন, সাতক্ষীরারার দেবহাটা উপজেলার পারুলিয়ার কুরবান গাজীর ছেলে নূর আমিন গাজী (৫৮), একই গ্রামের এনায়েত উল¬াহের ছেলে শেখ আবুল হোসেন (৭০), ছেলে শেখ এমদাদুল পলাশ (৩৫), আবুল হোসেনের শ্যালক সাতক্ষীরা সদরের থানাঘাটার মেহেদী হাসান উত্তম (৪০), দক্ষিণ পারুলিয়ার মাহমুদ গাজীর ছেলে সাইফুজ্জামান প্রিন্স (৩৭) ও নূর মোহাম্মদ পুটুর ছেলে রুবেল হোসেন (২৪)।
The post দেবহাটায় হয়রানিমূলক ও হুমকির মামলায় ছয় আসামীর জামিন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2MtH7HI
No comments:
Post a Comment