আশাশুনি সংবাদদাতা: আশাশুনিতে আওয়ামী লীগ অফিস উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার কাদাকাটি ইউনিয়নের ব্রাহ্মণ তেঁতুলিয়া আশ্রায়ন প্রকল্পের পাশে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিস উদ্বোধন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম সদ্য ঘোষিত জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়ওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোস্তাকিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপ ভিশন ২০২১ ও রূপকল্প ২০৪১ সালে বাংলাদেশে উন্নত সমৃদ্ধশালি দেশে পরিণত হবে। সেই ভিশন বাস্তবায়ন করার লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মীদেট ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১১টি ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান। ইউপি সদস্য আইয়ুব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর দ্বীপ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, কাটাকাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এফ আর এম আসিফ ইকবাল রিপোন, বড়দল ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সোহরাব হোসেন মোড়ল। তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ কুমার, ইউপি সদস্য রমজান আলী মোড়লসহ ইউপি সদস্যবৃন্দ, ইউপি সদস্য প্রার্থী মো. জাহাঙ্গীর মোড়ল প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক এমএম সাহেব আলী।
The post আশাশুনিতে আওয়ামী লীগ অফিস উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3cguQRL
No comments:
Post a Comment