এমএ রহিম, বেনাপোল (যশোর): ভারতের পেট্টাপোল জীবন জীবিকা বাঁচাও আন্দোলন কমিটির ডাকা কর্মবিরতিতে রবিবার সকাল থেকে বেনাপোল-পেট্টাপোল স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানী রপ্তানী বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে দু’দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে কয়েকশত পণ্য বোঝাই ট্রাক। আটকে থাকা অধিকাংশ পণ্য বোঝাই ট্রাকে রয়েছে পচনশীল ও বিভিন্ন শিল্প কারখানার কাচামাল। ডেমারেজ গুনতে হচ্ছে আমদানি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে।
পেট্টাপোল সিএন্ডএফ ওয়েল ফেয়ার ষ্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পদক কার্তিক চক্রবর্তী ও বেনাপোল সিএন্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সম্পাদক সাজেদুর রহমান জানান, কোভিড ১৯ সময়ে থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন শর্তে ভারতের পেট্টাপোল বন্দরে কর্মরত বনগাঁ এলাকার শ্রমিকদের পণ্য লোড আনলোডসহ ল্যাগেজ হ্যান্ডলিংয়ে বিভিন্ন নির্দেশনা দেয় পেট্টাপোল কাস্টম ও বন্দর কর্তৃপক্ষ। এটা বাস্তবায়ন হলে অনেক শ্রমিক বাদ পড়ার আশংকা রয়েছে। এর প্রতিবাদে কর্মবিরতি ডাকে তারা। ফলে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি।
বেনাপোল বন্দর উপ-পরিচালক (প্রশাসন)-মামুন তরফদার বলেন, ভারতীয় অংশে কর্মবিরতির কারণে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে আমদানী রপ্তানী পণ্য পরিবহন বন্ধ রয়েছে। তবে বন্দর ও কাস্টমসের কার্যক্রম রয়েছে সচল। পাসপোর্ট যাত্রী গমনাগমন রয়েছে স্বাভাবিক।
The post বেনাপোল বন্দরে আমদানী রপ্তানী বন্ধ: আটকা পণ্য বোঝাই ট্রাক appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2NJoGzg
No comments:
Post a Comment