Sunday, January 31, 2021

তালার শালিখা বাজারে একরাতে ১৪দোকানে দুঃসাহসিক চুরি  https://ift.tt/eA8V8J

সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা বাজারে একরাতে ১৪টি দোকানের তালা ভেঙে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে সংঘবদ্ধ চোরের দল শালিখা বাজারের ১৪টি দোকান থেকে  নগদ টাকা, কম্পিউটার মনিটরসহ মালামাল চুরি করেছে।
বাজারের ব্যবসায়ীরা জানান, চোরেরা শালিখা বাজারের সভাপতি সাজ্জাদ হোসেন সরদারের সার-কীটনাশকের দোকান, প্রভাষক এসআর আওয়ালের ঔষধের দোকান, আবু হাসানের ইলেকট্রনিক্সের দোকান, আরিফুল ইসলাম খোকনের ভ্যারাইটিস স্টোর, জহুরুল ইসলামের মোবাইল ফোনের দোকান, মনিরুল ইসলামের মুদিখানা, লিটনের চায়ের দোকান, আসাদুলের ফ্লেক্সিলোডের দোকান, বিশ্বজিৎ সেনের মুদিখানা, আনারুলের ফলের দোকান, আলিমুদ্দীন গাজীর কম্পিউটারেরর দোকানসহ ১৪টি দোকান থেকে নগদ টাকা ও মালামাল চুরি করেছে।
এতে মালামালসহ প্রায় কোটি টাকা চুরি হয়েছে বলে জানান বাজার কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন সরদার। এসময় চোরেরা শালিখা গ্রামের শুকুর আলী গাজীর মোটরভ্যানটিও নিয়ে যায়।
ব্যবসায়ীরা জানান, শালিখা প্রতিদিনের বৈকালিক বাজার হওয়ায়  অধিকরাত পর্যন্ত খোলা থাকে। রাতের কোন একসময়ে চোরেরা গণহারে চুরি করে।
বাজারের চায়ের দোকানদার আরিফুল ইসলাম খোকন বলেন, আমিসহ অনেক দোকানদার মিলে বহুবার বাজার কমিটির কাছে নৈশপ্রহরীর নিয়োগের আবেদন নিবেদন করলেও তারা কর্ণপাত করেনি।
বাজার কমিটির উদাসীনতাকে দায়ী করে এ ব্যবসায়ী আরও বলেন, আজ আমাদের পথে বসার উপক্রম হয়েছে। স্থানীয়রা জানান, সকালে বাজারে গিয়ে দেখা যায় অনেক দোকানদার রাস্তার উপর বসে অঝোরে কাঁদছে। প্রায় সর্বশান্ত হওয়া দোকানদারগণ প্রশাসনের কাছে চোর সনাক্তসহ ক্ষতিপূরণের দাবি জানান।
খেশরা (তালা) প্রতিনিধি:

The post তালার শালিখা বাজারে একরাতে ১৪দোকানে দুঃসাহসিক চুরি  appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3tbPVTt

No comments:

Post a Comment