মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের আশ্রায়ণ প্রকল্পের আওতায় জমি ও ঘর উপহার দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দোয়ানুষ্ঠান করেছে জমি ও বাড়ি উপহার পাওয়া পরিবারের সদস্যরা।
শুক্রবার (২৯ জানুয়ারি) জুমার নামাজের পর সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামে এ দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এড. তামিম আহমেদ সোহাগ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশে উন্নয়নের জোয়ার বয়ে চলছে। এখান থেকে একযুগ পেছনে ফিরে তাকালে বোঝা যায় দেশে কি পরিমাণ উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী বলেছিলেন দেশে কেউ গৃহহীন থাকবে না। তিনি কিন্তু কথা রেখেছেন। মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীনদের জমি ও ঘর উপহার দিয়েছেন।
প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করে তিনি বলেন, আপনারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন কারণ তিনি সুস্থ্য থাকলে দেশের উন্নয়ন হয়। তিনি ক্ষমতায় থাকলে মানুষের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়।
দোয়া অনুষ্ঠানে লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি এড. মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি শেখ সাইফুল হাসান খোকন, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, এড. বিডি জামান, শেখ রিয়াজুল ইসলাম, জয়নাল আবেদীন খোকন প্রমুখ।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলী। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন লাবসা ইউপির ০৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবদুল আলিম। প্রসঙ্গত, আশ্রায়ণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের নলকুড়া গ্রামে জমি ও ঘর উপহার পেয়েছেন পাঁচটি পরিবার।
The post প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে নলকুড়ায় দোয়া appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3cnYtR2
No comments:
Post a Comment