আব্দুল হালিম, বুড়িগোয়ালিনী (শ্যামনগর): ৩১ জানুয়ারি বিকাল ৩টায় নকিপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট বিল্ডিংয়ের ভবনে যুব ফোরামের উপদেষ্টা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ২ দিনব্যাপী যুব নেতাদের নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। বেসরকারি উন্নয়ন সংগঠস লিডার্সের বাস্তবায়নাধীন সমাজ পরিবর্তনে যুব সংহতি প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশন ও ইউকেএইড’র সহায়তায় শ্যামনগর সদর ইউনিয়নের সকল ওয়ার্ড যুব ফোরামের সভাপতি, সম্পাদক ও কোষাধ্যাক্ষদের নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, প্রভাষক মো. মোশারফ হোসেন, রামকৃষ্ণ মন্ডল, মমিনুর রহমান প্রমুখ। প্রশিক্ষণ প্রদান করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. শহিদুল ইসলাম, সাংবাদিক জাহিদ সুমন, সাংবাদিক রনজিৎ কুমার বর্মন, শওকৎ হোসেন ও সুলতা সাহা।
The post শ্যামনগরে দু’দিনব্যাপী যুব ফোরাম নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3r6N78j
No comments:
Post a Comment