Sunday, January 31, 2021

সাতক্ষীরা সদর ভূমি অফিসের দ্বিতল ভবন উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার https://ift.tt/eA8V8J

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সদর ভূমি অফিসের নব-নির্মিত দ্বিতল ভবনের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩১ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও নব-নির্মিত ভবনের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক ভাবে নব-নির্মিত ভবন উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম.এম মাহমুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, সদর সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান প্রমুখ।

সাতক্ষীরা সদর ভূমি অফিসের নব-নির্মিত দ্বিতল ২ কোটি ১ লক্ষ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগের বাস্তবায়নে এ ভবন নির্মাণ করা হয়েছে। দ্বিতল ভবন উদ্বোধন শেষে সদর উপজেলা রাজস্ব প্রশাসানের আয়োজনে ১২টি পরিবারের মাঝে বন্দোবস্তকৃত খাস জমির দলিল হস্তান্তর করা হয়। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও সদর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি:

The post সাতক্ষীরা সদর ভূমি অফিসের দ্বিতল ভবন উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3alNwwO

No comments:

Post a Comment