নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এসএম মোস্তফা কামাল নির্দেশে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের বাঘের আক্রমণে নিখোঁজ রতন ও মিজানের বাড়ি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম আবুজর গিফারী। বুধবার (২৭ জানুয়ারি) বেলা ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিখোঁজদের বাড়িতে যান এবং তাদের পরিবারকে সান্ত¡না দেন। এসময় ক্ষতিগ্রস্থ পরিবার দ্বয়ের মাঝে কম্বল ও অন্যান্য জরুরি সামগ্রী প্রদান করা হয়। এছাড়া সরকারের পক্ষ থেকে অসহায় পরিবার দুটোকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার। নিখোঁজ পরিবারের পাশে উপজেলা নির্বাহী অফিসারআসায় এলাকাবাসী সাধুবাদ জানান। উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম আবুজর গিফারী বলেন, জেলা প্রশাসকের নির্দেশক্রমে এবং মানবিক দৃষ্টিকোন থেকে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছি। সরকারের পক্ষ থেকে তাদের পাশে আছি সবসময়।
The post শ্যামনগরে বাঘের কবলে নিখোঁজ ব্যক্তির বাড়িতে ইউএনও appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3t2bHsM
No comments:
Post a Comment