সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে ৩০ জানুয়ারি বিকাল ৪টায় বঙ্গবন্ধু ব্যাডমিন্টন (আন্ত:কক্ষ) প্রতিযোগিতা-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে খেলা উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন-এনডিসি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন। আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আফজাল হোসেন, সিভিল সার্জন হোসাইন সাফায়েত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানজিল্লুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ আশরাফ আলী, আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, আশরাফুজ্জামান আশু, মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম খান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য শেখ তানজিম কালাম তমাল, ইদ্রিস আলী বাবু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মো. আব্দুল মান্নান, কাজী আক্তার হোসেন, ইমাদুল হক খান, রুহুল আমিন, ইকবাল কবির খান বাপ্পি, সেলিম রেজা, ফারহা দীবা খান সাথী, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীরসহ প্রশাসনের কর্মকর্তা, তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এনামুল হকসহ ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু ও সহযোগিতায় ছিলেন নির্বাহী সদস্য আ.ম. আখতারুজ্জামন মুকুল। আজ একক ইভেন্টের ৪০টি ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।
The post বঙ্গবন্ধু ব্যাডমিন্টন (আন্ত:কক্ষ) প্রতিযোগিতার উদ্বোধন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3pxvFtm
No comments:
Post a Comment