Wednesday, January 27, 2021

পারুলিয়ায় প্রতিপক্ষের মারপিটে বৃদ্ধ আহত https://ift.tt/eA8V8J

দেবহাটা ব্যুরো: দেবহাটার পারুলিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অনিল বাঙ্গাল নামের এক বৃদ্ধ দিনমজুরকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। তিনি পারুলিয়া ইউনিয়নের ফুলবাড়ি এলাকার হরিপদ বাঙালের ছেলে। এ ঘটনায় আহতর নাতি মৃত সনাতন রং বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সনাতন জানায়, মঙ্গলবার তার মামা মহেশের সাইকেল ব্যবহার করা কেন্দ্র নিয়ে মামির সাথে কথা কাটাকাটি হয়। এঘটনার জেরে বুধবার বিকালে তার মামা মহেশ, মামি সুপ্রিয়া, মামির ভাই দিপঙ্কর ও সুখেন সহ কয়েকজন মিলে সনাতনের দাদু অনিলকে বেধড়ক মারপিট করে জখম করে। মারপিটের একপর্যায়ে স্থানীয়রা আহতবস্থায় বৃদ্ধ অনিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে তিনি বাদী হয়ে একই এলাকার রনজিৎ পাত্র’র ছেলে দিপঙ্কর পাত্র ও সুখেন পাত্র, অনিল বাঙ্গালের ছেলে মহেশ বাঙ্গাল, মহেশের স্ত্রী সুপ্রিয়া, রনজিৎ ও তার স্ত্রী লক্ষী রানীর বিরুদ্ধে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, বিষয়টি তদন্ত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

The post পারুলিয়ায় প্রতিপক্ষের মারপিটে বৃদ্ধ আহত appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3a7ik4k

No comments:

Post a Comment