এম আইউব হোসেন, খোরদো (কলারোয়া): সুখের স্বপ্ন নিয়ে ১৩ বছর আগে মালয়েশিয়া গিয়েছিলেন কলারোয়া উপজেলার মীরডাঙ্গা গ্রামের সাবেক মেম্বর গোলাম রহমান গাজীর পুত্র ৩ সন্তানের জনক কামরুল ইসলাম (৪০)। তার স্ত্রী তামজিলা খাতুন, (৩৮) দুই কন্যা মুন্নি (১৯) তন্নী (১৫) এবং পুত্র রুহান (২) এর সুখের জন্য মালয়েশিয়া ডিংকেল শহরে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি৷ গত ২৭ জানুয়ারি রাতের ভাত খাওয়ার পরে বুকের ব্যথা অনুভব করলে হাসপাতালে নেওয়ার পথে কামরুল মারা যায়৷তার মৃত্যুর খবরে ১২৬ বছর বয়সী দাদী লবঙ্গ বিবি, পিতা গোলাম রহমান (৭০) মাতা রিজিয়া খাতুন (৬০), বড় ভাই আমিরুল ইসলাম (৪৫), ছোট ভাই আক্তারুল (৪২) ও জহুরুল (৩৫), এক বোন পান্না (৪৩)সহ অসংখ্য আত্মীয় স্বজন শোকে পাথর হয়ে গেছে।
গাজী কামরুল ইসলামের অকাল মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে মীরডাঙ্গা জামে মসজিদে ২৯ জানুয়ারি জুম্মার নামাজ শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়৷ তার স্বজনরা পথ চেয়ে আছে মরদেহ আসার অপেক্ষায়।
The post কলারোয়ার মিরডাঙ্গা গ্রামের এক প্রবাসী যুবকের মৃত্যু appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/2L3rIO0
No comments:
Post a Comment