Thursday, January 28, 2021

ভালুকা চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত: আহত দুই https://ift.tt/eA8V8J

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় রাজা (১৯) নামের এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে দুজন। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা- আশাশুনি সড়কের ভালুকা চাঁদপুর বাজার এলাকায় ওই দুর্টঘনা ঘটে। স্থানীয় ধুলিহর ইউপির সাবেক মেম্বর ফারুক হোসেন মিঠু জানান, একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের গায়ে ধাক্কা লেগে ১জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে ২জন।  নিহত রাজা (১৯) সাতক্ষীরার তালা উপজেলার হরিহরনগর গ্রামের তাজউদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে, নিহতের ছোট ভাই রাজ (১৭) ও আশাশুনি উপজেলার শ্বেতপুর গ্রামের ইশার আলীর ছেলে ইদ্রিস আলী (১৭)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আশাশুনি উপজোলার বুধহাটা বাজার থেকে মোটরসাইকেল যোগে নিহতের ছোট ভাই ও বন্ধুকে  সাতক্ষীরার উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হয়। পথিমধ্যে ভালুকা চাঁদপুর বাজারের সন্নিকটে পৌছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই রাজা নিহত হয়। আশংকাজনক অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে। জানা গেছে, নিহত রাজা ও নিহতের ছোট ভাই রাজ আশাশুনি উপজেলার কুল্যা গ্রামে তার মামার বাড়িতে থাকে। তার পিতা যশোরের বেনাপোলে রয়েছেন। বাবাকে বাড়িতে আনার উদ্দেশ্যে তারা রওয়ানা দিয়েছল বলে জানা গেছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

The post ভালুকা চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত: আহত দুই appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/36n0fOO

No comments:

Post a Comment