কলারোয়া পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় কলারোয়া জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুল মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
বিশেষ অতিথি ছিলেন জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার নাজমুল কবির, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আফজাল হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রির্টানিং অফিসার মনোরঞ্জন বিশ্বাসসহ দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও নির্বাচনী কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি কলারোয়া পৌরসভা নির্বাচনে ওয়ার্ড ভিত্তিক ৯ টি কেন্দ্রের ৯ জন প্রিজাইডিং অফিসারসহ ৬৩ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ১২৬ জন পোলিং অফিসার মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন বলে জানা যায়। নির্বাচন অফিস সূত্রে আরও জানা যায়, অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে ২১ হাজার ২৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
কলারোয়া প্রতিনিধি:
The post কলারোয়া পৌর নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3qXDKYl
No comments:
Post a Comment