Friday, January 29, 2021

শনিবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ https://ift.tt/eA8V8J

শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় এইচএসসি ও সমমানের ফল প্রকাশিত হবে। শুক্রবার(২৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

দেশে গেল বছরের ১৭ মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর এই কারণেই এ বছরের এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি।

রোববার (২৪ জানুয়ারি) সংসদে প্রথমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১ পাসের জন্য উত্থাপন করেন। এই বিল অনুযায়ী,পরীক্ষা ছাড়াই বিশেষ পরিস্থিতিতে ফলাফল প্রকাশের বিধান রাখা হয়েছে।
এরপর ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সম্মতিক্রমে অটোপাসে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করতে সংসদের পাস হওয়া ৩টি সংশোধিত আইনের গেজেট জারি করা হয়।

৭ অক্টোবর শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের গড় করে এবারের এইচএসসির ফল নির্ধারণ করা হবে।

The post শনিবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3abzVYZ

No comments:

Post a Comment