দেশ জুড়ে আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক মোহাম্মদ শাহেদ করিম ওরফে শাহেদকে অস্ত্র ও বিস্ফোরক মামলায় চার্জ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শাহেদকে সাতক্ষীরা আদালতে হাজির করা হলে শুনানী শেষে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান আগামী ২৩ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য করেন।
আদালত সূত্র জানায়, বুধবার (২৭ জানুয়ারি) সকালে জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের আদালতে হাজির করলে আসামী পক্ষের আইনজীবী এড. আবু বক্কর সিদ্দিকী শুনানীর জন্য সময় প্রার্থনা করেন। বিচারক আজ বৃহস্পতিবার ফের তাকে আদালতে হাজির করে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য দিন নির্ধারণ করেন। এরপর তাকে আবারও সাতক্ষীরা কারাগারে নেয়া হয়। আলোচিত এই অস্ত্র ও বিস্ফোরক মামলার সে একমাত্র আসামী।
উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করে শাহেদ করিম। বোরখা পরিহিত শাহেদকে কোমরপুর বেইলি ব্রিজের নিচ থেকে র্যাব-৬ এর সদস্যরা আটক করে। এসময় তার কাছে থাকা একটি অবৈধ পিস্তল, ৩রাউন্ড গুলি, ২৩৩০ ভারতীয় রুপি, ৩টি ব্যাংকের এটিএম কার্ড ও মোবাইল ফোন জব্দ করা হয়। এরপর সকালে সাতক্ষীরায় এনে হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে যায়।
এঘটনায় র্যাবের ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দেবহাটা থানায় রাতে শাহেদ করিম ও জনৈক বাচ্চু মাঝিকে আসামী করে একটি মামলা করেন। তদন্তকারি কর্মকর্তা প্রথমে দেবহাটা থানার ওসি উজ্জল কুমার মৈত্র এবং দুইদিন পর র্যাবের এসআই রেজাউল করিম তদন্তকারি কর্মকর্তা নিযুক্ত হয়ে ১০দিনের রিমান্ড নেন।
জিজ্ঞাসাবাদ শেষে ওই বছরের ২৪ আগস্ট বাচ্চু মাঝির হদিস না পেয়ে শুধুমাত্র শাহেদ করিমকে অভিযুক্ত করে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এমামলায় কয়েকটি দিন অতিবাহিত হওয়ার পর বুধবার তাকে অভিযোগ গঠনের জন্য আদালতে আনা হলে শুনানী শেষে আদালত ২৩ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য্য করেন বলে পিপি এড. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।
The post অস্ত্র ও বিস্ফোরক মামলার রিজেন্ট শাহেদের বিচার শুরু: ২৩ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/39pyFCa
No comments:
Post a Comment