Saturday, January 30, 2021

পাটকেলঘাটা তৈলকুপীতে মিনিস্টার কাপ ৩২দলীয় ক্রিকেট টুর্নামেন্টে কুমিরা মুনস্টার চ্যাম্পিয়ন https://ift.tt/eA8V8J

নিজস্ব প্রতিনিধি: পাটকেলঘাটা থানার তৈলকুপী সরকারি প্রাথমিক স্কুল মাঠে তৈলকুপী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনিস্টার কাপ ৩২দলীয় নক আউট মিনি ক্রিকেট টুনামেন্ট খেলায় শুক্রবার রাতে কুমিরা মুনস্টার চ্যাম্পিয়ন ও তৈলকুপী টেংরামারী যুব সংঘে রানার্সআপ হয়েছে।
খেলায় তৈলকুপী স্পোর্টিং ক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন লাকীর সভাপতিত্বে ও জিএম আবু মুহিত এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শিদ। খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান (হাসান)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক গাজী আশরাফ, সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান, ডেকোরাম কর্পোরেশনের মালিক মোস্তফা মহাসীন মন্টু, চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মামুন ও বিশ্বাস আতিয়ার রহমান, মেম্বার হাফেজ আব্দুল হামিদ, মেম্বার পদপ্রার্থী আয়ূব হোসেন ও রফিকুল ইসলাম, মহিলা মেম্বার মমতাজ বেগম, রাফিজা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন তৈলকুপী স্পোর্টিং ক্লাবের বিশ্বাস ইমরান, মশিউর রহমান ফাহিন, অশোক সাধু, রিপন সরদার, ডা. কবিরুজ্জামান, শরিফুল, ডালীম, ডা. তৌহিদ, আরিফুল, মিলন, আশিকুজ্জামান জসীম, জাহিদুল ইসলাম পলাশ, কালাম, মিন্টু, শামীম, আশিক, তুহিন, মাসুম, শাওন প্রমুখ। খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন ডা. আব্দুল কুদ্দুস, প্রভাষক নাজমুল ইসলাম মাহী, জাহিদুল ইসলাম পলাশ। অতিথিরা বলেন, যুব সমাজ কে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে দেশ ও জাতির সেবায় নিয়োজিত রাখতে হবে। মিনিস্টার গ্রুপের ডিভিশনাল ম্যানেজার ও আনন্দ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান বিজয়ী দলকে একটি মিনিস্টার ফ্রিজ ও রানার্সআপ দলকে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি উপহার দেওয়া হয়।

The post পাটকেলঘাটা তৈলকুপীতে মিনিস্টার কাপ ৩২দলীয় ক্রিকেট টুর্নামেন্টে কুমিরা মুনস্টার চ্যাম্পিয়ন appeared first on Daily Patradoot Satkhira.



from Daily Patradoot Satkhira https://ift.tt/3j1yMHg

No comments:

Post a Comment