পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: আজ শনিবার পাইকগাছা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি ছাড়াই এই প্রথম পাইকগাছা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এটি পৌরসভার পঞ্চম নির্বাচন। ইতোমধ্যে ৩টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নিশ্চিতসহ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শুক্রবার মধ্যরাত থেকে নির্বাচনের দিন শনিবার মধ্যরাত পর্যন্ত পৌরসভা অভ্যান্তরে সকল প্রকার ইঞ্জিনচালিত যানবহন চলাচল বন্ধ থাকবে। নির্বাচনে ৯টি কেন্দ্রের মধ্যে ৩, ৬ ও ৯নং ওয়ার্ডের কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন। তবে নির্বাচনে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার আশংকার কথা উড়িয়ে দিয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানিয়েছেন, নির্বাচন অবাদ, সুস্থ্য ও নিরপেক্ষ হবে।
রিটার্নিং কর্মকর্তা মো. কামালউদ্দীন আহমেদ জানান, পাইকগাছা পৌরসভা নির্বাচনে মেয়র পদে দু’জন, ৩টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ১৯৯৮ সালে ১ ফেব্রুয়ারি পৌরবাসির সেবার মান উন্নয়নের লক্ষে পাইকগাছা পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পাইকগাছা পৌরসভার বর্তমান আয়তন ২ দশমিক ৫২ বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ২১ হাজার। পৌরসভার ১৯ ডিসেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৪৩১জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৭০৩ জন এবং নারী ৭ হাজার ৩৫৮ জন। নির্বাচনে ৯টি কেন্দ্র ও ৪৩ টি বুথ করা হয়েছে ভোট গ্রহণের জন্য। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান মেয়র সেলিম জাহাঙ্গীর জানান, তিনি ফের নির্বাচীত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। পাশাপাশি পৌরসভাকে মডেল পৌরসভায় রুপান্তরিত করবেন। অপর মেয়র প্রার্থী সিপিবি মনোনিত কাস্তে প্রতিকের প্রার্থী এড. প্রশান্ত কুমার মন্ডল জানান, তিনি নির্বাচীত হলে দূর্ণীতি, লুটপাট মুক্ত ও পরিবেশ বান্ধব সকলের বাসযোগ্য পৌরসভা গড়ার লক্ষ্যে কাজ করবেন। বৃহষ্পতিবার থেকে পৌরসভা অভ্যন্তরে এক প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া ভোটের দিন ৯জন ম্যাজিস্ট্রেট ও র্যাবের ২টি টিম নির্বাচনের আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকবে। শুক্রবার সকালে পৌর নির্বাচনে আচারণ বিধি সম্পর্কে এক মতবিনিময় সভা পাইকগাছা থানা বঙ্গবন্ধু চত্ত্বরে অনুষ্ঠিত হয়। খুলনার পাইকগাছায় অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিন) জিএম আবুল কালাম আজাদ বলেছেন পৌর নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন ও দায়িত্ব-কর্তব্যে অবহেলা হলেও ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার দুপুরে পাইকগাছা থানা বঙ্গবন্ধু চত্ত্বরে পৌর নির্বাচন উপলক্ষে আয়োজিত পুলিশের ব্রিফিং সভায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের উদ্যেশে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডি) সার্কেল মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (এ) সার্কেল এসএম রাজু আহম্মেদ, ওসি মো. এজাজ শফী, ইন্সপেক্টর (তদন্ত) আশরাফুল আলমসহ সকল পুলিশ কর্মকর্তাবৃন্দ।
The post আজ পাইকগাছা পৌরসভা নির্বাচন appeared first on Daily Patradoot Satkhira.
from Daily Patradoot Satkhira https://ift.tt/3ozu4BQ
No comments:
Post a Comment